সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) রাতে কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে তিনি বলেন, বিনা প্ররোচনায় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ নেতার আগ্রাসনের কারণে দীর্ঘমেয়াদে উচ্চমূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে।
তিনি বলেন, কোনরকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।
ভাষণে বাইডেন ইউক্রেনের লড়াইরত জনগণের প্রতি স্ট্যান্ডিং ওভ্যাশন দেন এবং পরিষদের সদস্যদের বলেন, চলুন আমরা প্রত্যেকে, যদি দাঁড়াতে সক্ষম হন তাহলে দাঁড়িয়ে ইউক্রেন ও বিশ্বের প্রতি সুস্পষ্ট বার্তা দিই।
এ সময় আইনপ্রণেতারা দাঁড়ান এবং করতালি দিয়ে হুঙ্কার দিচ্ছিলেন। কেউ কেউ হাতে ইউক্রেনের পতাকা নিয়ে নাড়ছিলেন।
বাইডেন বলেন, যদিও তিনি (পুতিন) যুদ্ধক্ষেত্রে সফলতা পেতে পারেন। কিন্তু তাকে দীর্ঘসময় চরম মূল্য দিতে হবে।
তিনি বলেন, রাশিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের প্রমোদতরি এবং অ্যাপার্টমেন্ট জব্দে কাজ করছে যুক্তরাষ্ট্র। আপনার (পুতিন) অসৎ উপায়ে অর্জিত সম্পদের ব্যাপারে আমরা আসছি।
বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।
‘পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম, বলেন প্রেসিডেন্ট বাইডেন।
ইউক্রেনের জনগনের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে শক্তিশালী প্রাচীরের মতো, যেটা কেউ ধারণা করেনি।
‘ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথীবির ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসেব ছিলো পুরোপুরি ভুল’, বলেন বাইডেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের প্রতি পুতিনকে কড়া বার্তা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।