সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। দিনটি উপলক্ষে দেশ-বিদেশে ওয়ালটনের অফিস, সেলস আউটলেট ও সার্ভিস পয়েন্টগুলোতে ছিলো বর্ণাঢ্য আয়োজন। এদিন কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ। যা ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় মুহূর্ত আরও রাঙিয়ে তোলে। ‘ওয়ালটন ডে’ উৎসবে যোগ করে নতুন মাত্রা।
তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে আজ সকাল ১০ ঘটিকায় ওয়ালটন প্লাজা এম.সাইফুর রহমান রোড শাখার ফাস্ট সিনিয়র এসিসটেন্ট ডাইরেক্টর মো: মনজুরুল ইসলামে নেতৃত্বে এক বর্ণাট্যর্যালি বের হয় । র্যালি এস সাইফুর রহমান রোড থেকে চৌমুহনা হয়ে শাহ মোস্তফা রোড ওয়ালটন সার্ভিস পয়েন্ট গিয়ে শেষ হয় । এরপর ২০ মার্চ উপলক্ষে এস আর বোর্ড শাখায় ওয়ালটন ডে কেক কাটা হয় । এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ট্রাফিক টি আই মাহফুজুর রহমানসহ অথিতিরা ।