শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আকাশের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মঙ্গলবার (২২ মার্চ) রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেন।
আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।
মৃতের বন্ধু পংকজ বলেন, ‘মঙ্গলবার রাতে সাড়ে তিনটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে। তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।