শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মেহেরপুরে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মিনি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের (ট্রাক) পেছনে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।