1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর বোমা হামলায় ওকসানা বাউলিনা নামে এক রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের পডিলে হামলায় ক্ষয়ক্ষতির চিত্র ধারণের সময় বোমা হামলায় ওকসানা মারা যান। তিনি কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন।

বিবিসি জানিয়েছে, ওকসানা এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। কিন্তু গত বছর নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে রুশ কর্তৃপক্ষ। ফলে ওকসানার মতো অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

দ্য ইনসাইডার জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় আরো একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর গত এক মাসে এ নিয়ে দেশটিতে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..