1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চীনে বিধ্বস্ত বিমানের আরোহীদের দেহাবশেষ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বৃহস্পতিবার (২৪ মার্চ) এ কথা জানায়।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এর আগে সোমবার ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, ওই ঘটনায় বিমানটির সব যাত্রী মারা গেছেন।

সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে ব্ল্যাক বক্সটি বেইজিংয়ে পাঠানো হবে।

এদিকে নিখোঁজদের সন্ধানে বুধবার ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন স্বজনেরা। এ সময় প্রশাসনের লোকদের উপস্থিতিতে তাদের নিয়ে যেতে দেখা যায়। অধিকাংশ পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলেই মাথা নিচু করে হেটে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..