1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শমশেরনগর হানাদার প্রতিরোধের মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৬৯ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২৮ মার্চ পরিকল্পিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে পাক সেনাবাহিনীর মেজরসহ ৯জন সেনা সদস্যকে হত্যা করেছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

দীর্ঘ ৫১ বছর পর সোমবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শমশেরনগরে অসুস্থ্য এক মুক্তিযোদ্ধার বাড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ অভিযানের স্মৃতিচারণ করা হয়েছে।

সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শাহজাহান মানিকের পরিচালনায় শমশেরনগর সাহিত্যাঙ্গণের আয়োজনে স্মৃতিচারণে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধে ধলই সাব সেক্টরের কমান্ডার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা মান উল্যা, মুক্তিযোদ্ধা আকবর আলী ও মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।

মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ প্রতিরোধে ৯জন পাক সেনাকে হত্যার বিবরণ উপস্থিত প্রজন্মের কাছে তুলে ধরেন। মুক্তিযুদ্ধে এটিই ছিল পাক হানাদার বাহিনীর ওপর প্রথম হামলা। যার ফলে মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা শমশেরনগরে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল।

অন্যান্যের মধ্যে স্মৃতি চারণ করেন মুক্তিযোদ্ধা সন্তান পারভীন আক্তার, সাংবাদিক মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- সুজা মমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগের প্রবাষক মানিক উদ্দীন, সাংবাদিক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সন্তান এম আউয়াল, মিজানুল হক স্বপন, সাহিত্যিক ও গীতিকার শওকত জুয়েল, লেখক এস এম মোহিন, সাকিল আহমেদ ও জামি আহমেদ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..