1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইউক্রেনে রুশ বাহিনীর রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৩১ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :: পূর্ব ইউক্রেনের কারামাটোরস্ক শহরের ট্রেন স্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর জানায়, হাসপাতালে আহতদের নেওয়ার পর কয়েকজনের মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কারামাটোরস্ক রেলস্টেশনে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালানো হয়েছে।

শহরের মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার সময় রেলস্টেশনে প্রায় ৪ হাজার মানুষ ছিল।

তিনি জানান, তিনি পুরোপুরি নিশ্চিত যে এটি একটি রাশিয়ান রকেট ছিল এবং রকেটটি যে স্টেশনে আঘাত করেছিল, তার আশপাশে কোনো ইউক্রেনীয় সামরিক লক্ষ্য ছিল না।

হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা অস্বীকার করেছে।

এদিকে, এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিন্দা জানিয়ে ইইউ ও যুক্তরাষ্ট্র বলছে, এটি ‘ভয়াবহ’ হামলা।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..