1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে চা বাগানে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত, আদালতে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪১ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগরের ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা বাগানে শূণ্যপদে কর্মচারী নিয়োগ পরীক্ষায় চা বাগান যুবকরা ম্যানেজমেন্টের কাছে ঘোর আপত্তি করেন। এ নিয়ে বহিরাগতদের অংশ গ্রহনে আপত্তিতে জানিয়ে মামলা দায়ের করেন চা বাগানের যুবকরা। পরে সহকারি জজ আদালত মৌলভীবাজার আপাতত নিয়োগ পরিক্ষা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।

লিখিত মামলার তথ্য থেকে জানা যায়, নীলমনি সিংহ ১৯৮৪ সনের জুলাই আলীনগর চা বাগানে মোটর মেকানিক হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সাথে চাকুরি করছিলেন। ২০১৬ সনের ২৫ অক্টোবর চাকুরি থেকে অবসর গ্রহন করেন। ২০২১ সালের ২২ অক্টোবর বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। চা বাগান স্টাফ এগ্রিমেন্টের ১৯ এ (১১) ধারা অনুসারে পোষ্য কৌঠায় ২০১৯ সনের ১৭ ফেব্রæয়ারী আলীনগর চা বাগানের শূণ্য পদে নিয়োগ পরীক্ষার প্রার্থী ছিলেন। স্থানীয় চা শ্রমিক যুবকদের ঘোর আপত্তি ও আন্দোলনের মুখে সে নিয়োগ পরীক্ষা আর হয়নি।

গত ১ এপ্রিল আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানে শূণ্য পদে কর্মচারি নিয়োগে চা বাগান ব্যবস্থাপক উদ্যোগ নিলে চা শ্রমিক যুবকদের আপত্তি ও আন্দোলনের ফলে কর্মচারী নিয়োগ নিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মচারির পোষ্যসহ সবার অংশ গ্রহনে শূণ্যপদে নিয়োগ দানের আবেদন জানিয়ে এক তরফা নিয়োগ বাতিলে সুমন সিংহ ও মোহন সিংহ নামে দুই ব্যক্তি বাদি হয়ে কমলগঞ্জ সহকারি জজ আদালতে গত ৩১ মার্চ মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আপাতত নিয়োগটি স্থগিত রাখতে আলীনগর চা বাগান ব্যবস্থাপককে নির্দেশ দেন।

আলীনগর চা বাগানের যুবক সজল কৈরী বলেন, চা বাগানে তাদের সন্তানরা শিক্ষিত হয়ে চাকুরির যোগ্যতা অর্জন করেছে। তাই কর্মচারী নিয়োগে ২০১৭ সাল থেকে বাগান ব্যবস্থাপকের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে চলতি বছরে সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য চা বাগানে আগে তাদের সন্তানদের শূণ্যপদে নিয়োগ দিতে দাবি জানানো হয়েছে।

মামলার বাদি সুমন সিংহ বলেন, বাংলাদেশের একজন নাগরিক ও চাকুরি প্রার্থী যোগ্য ব্যক্তি হিসেবে চা বাগানে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ রয়েছে। সেখানে কেউ বাঁধা দেয়ার অধিকার থাকার কথা নয়। এখানে বাঁধাপ্রাপ্ত হয়ে বাধ্য হয়ে আদালতের সহায়তা নিয়েছেন। আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধূরী শূন্যপদে নিয়োগ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন ও মাননীয় আদালতের নির্দেশনা তাকে মেনে চলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক আলীনগর চা বাগানে শূণ্যপদে কর্মচারি নিয়োগ নিয়ে সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক মাস আগে নিয়োগের উদ্যোগে নিলে চা বাগান কর্মচারিদের আবেদনের প্রেক্ষিতে সে নিয়োগ স্থগিত করা হয়। এখন আবার চা বাগান ব্যবস্থাপক শূণ্যপদে নিয়োগের উদ্যোগে নিলে একজন প্রয়াত কর্মচারির পোষ্য আদালতে মামলা করায় নিয়োগ বন্ধ হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..