1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে বাড়ছে যৌন হয়রানি, প্রতিরোধে নেই পদক্ষেপ

  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৬২ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: সিলেটে দিন দিন বাড়ছে নারী ও শিশুদের যৌন হয়রানি। তবে এ অপরাধ প্রতিরোধে খবু একটা নেই কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতামূলক কার্যক্রম।

প্রায় প্রতিদিনে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সিলেট বিভাগের এক বা একাধিক স্থানে নারী ও শিশুরা যৌন নির্যাতন অথবা ধর্ষণের শিকার হন। এ অবস্থায় ভুক্তভোগী নারীরা বলছেন- যৌন হয়রানি ঠেকাতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ব্যাপকভাবে সচেতনতা চালানো জরুরি। স্থানীয় প্রশাসনের তৎপরতা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিলেটের নারী নেত্রীরা বলছেন- পারিবারিক অবক্ষয়, অসচেতনতাসহ নানা কারণে সমাজে নারীকে হেয় করার পাশাপাশি যৌন হয়রানি করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে অনেকে শৈশব-কৈশোরে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এসব প্রতিরোধে সচেতনতাই হতে পারে প্রধান সমাধান।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরিনা আক্তার বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ঘরে-বাইরে অনেক নারী প্রায়ই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এটি প্রতিরোধে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো দরকার। মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে পারলেই যৌন নির্যাতন ধীরে ধীরে কমে আসবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যৌন নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীরা বলছেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, কর্মক্ষেত্রে নারীরা যৌন নির্যাতনের শিকার হন। চেনা ও অচেনা ব্যক্তি, সামাজিক বা ধর্মীয় নেতা ও স্থানীয়ভাবে প্রভাবশালী মহল এসব অপরাধে জড়িত থাকেন। এসব ঘটনা এড়াতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ব্যাপকভাবে সচেতনতা চালানো জরুরি। স্থানীয় প্রশাসনের তৎপরতা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে গঠিত কমিটির সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, ‘নানা সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের নানা স্তরে যৌন নির্যাতনের বিষয়টি গণমাধ্যমসহ বিভিন্নভাবে আমাদের চোখে পড়ে। মানুষের নেতিবাচক মনমানসিকতার বদল ঘটাতে পারলেই এ সমস্যা অনেকটা কমে যাবে। তাই সচেতনতা চালানোর বিষয়ে বেশি জোর দেওয়া উচিত।’

এ বিষয়ে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই যৌন নির্যাতন ও নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে নানামুখী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..