1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীলঙ্কানকে হত্যা: পাকিস্তানে ৬ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৮৭ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :: পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ান্থা কুমারাকে ধর্ম অবমাননার অভিযোগে হত্যায় জড়িত থাকার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার পাঞ্জাব প্রদেশের একটি সন্ত্রাসবিরোধী আদালত এ রায় দেন। খবর দ্য ডনের।

পাঞ্জাব বিচার বিভাগের সেক্রেটারি নাদিম সারওয়ার বলেন, ৭২ আসামির দুই বছর করে এবং একজনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। লাহোর সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক নাতাশা নাসিম এ রায় দেন।

গত ৩ ডিসেম্বর প্রাদেশিক রাজধানী লাহোর থেকে ১০০ কিলোমিটার দূরে শিয়ালকোট জেলায় একটি পোশাক কারখানায় হামলা চালায় একদল লোক। ধর্ম অবমাননার অভিযোগে ওই কারখানার ব্যবস্থাপক প্রিয়ান্থা কুমারাকে পিটিয়ে হত্যা করে অগ্নিসংযোগ করা হয়।

ওই ঘটনার পর পাকিস্তানে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বর্বরতার জন্য দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পাকিস্তানের রাজনীতিবিদ, পণ্ডিত ও সুশীল সমাজের সদস্যরাও অপরাধীদের দ্রুত শাস্তির আহ্বান জানান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..