মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার বড়থল বড়জালাই গ্রুপ (বদ্ধ) জলমহালের কয়েক লাখ টাকার মাছ লুট, চাঁদা দাবী ও হুমকি ধমকির অভিযোগে স্থানীয় ৫ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। রোববার আদালতে মামলাটি করেন জলমহালের ইজারাদার ধলইছড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনোয়ার আলী। আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- বড়থল গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে রুবেল আহমদ, মৃত কুটু মিয়ার ছেলে সুনাব আলী, মৃত বদই মিয়ার ছেলে আব্দুস সহিদ, মৃত আরজান আলীর ছেলে বিলাল আহমদ ও মৃত আবুল মিয়ার ছেলে শাকিল আহমদ।
মামলা সূত্রে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন ধরে জলমহালের ইজারাদারের কাছে চাঁদা দাবী করে আসছিল। প্রায়ই রাতের আধারে তারা জলমহালের মাছ লুটের চেষ্টা চালায়। গত ২২ এপ্রিল ভোরবেলা তারা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সঙ্গবদ্ধভাবে বিলে প্রবেশ করে। পাহারাদারকে পিটিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।