মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বিজ্ঞান বিষয়ক (পদার্থ, রসায়ন ও জীববিদ্যা) পাঠদান পরিচালনার উপর প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
দুই দিনব্যপী প্রশিক্ষন কর্মশালা আজ বুধবার (২৭ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সহযোগীতায় এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে অনু্ষ্িঠত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন।
উপস্থিত ছিলেন ইউজিডিপির উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায়।
প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল কলি, দ্য বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এণ্ড কলেজের প্রদর্শক অভিজিৎ রাজকুমার।