1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২১৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: ঈদের ছুটিতে দেশের ক্রীড়াঙ্গন। তবে ইউরোপিয়ান ফুটবলে আছে ইউসিএলের উত্তেজনা। রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের মহারণ।

মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে প্রথম লেগে ২-০ গোলে জেতা লিভারপুল। একদিন বাদেই বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরে আসবে ৪-৩ গোলে জেতা ম্যানচেস্টার সিটি। খেলা শুরু রাত ১টায়।

শিষ্যদের সাথে তালে তাল, সুরে সুর মিলিয়েছে রাশভারি চেহেরার কার্লো আনচেলোত্তি। হবে নাই বা কেনো? ছেলেরা পেরেছে, ঘরে ফিরেছে। সাথে করে নিয়ে চিরচেনা সেই ট্রফি। মাদ্রিদের শহর জুড়ে তাই শুধুই সাদা উৎসব। যাকে বলে বাধভাঙা উল্লাস ।

তবে উৎসবে গা ভাসিয়ে দেয়ার উপায় কই? রিয়াল মাদ্রিদের অবস্থা তো স্যান্ডসুইচের মতো। দুদিন বাদেই যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের বিগ ফাইট। অ্যাওয়ে ম্যাচটা ফসকে গেছে ঘরের মাঠে এবারে ফেরার মিশন। তাইতো শিরোপা জয়ের আনন্দটাকে পকেটে পুরে আবারো অনুশীলনেই মনোযোগ ।

প্রথম লেগে হেরেও আত্মবিশ্বাসে টইটুম্বর লস ব্লাঙ্কোস। কারণটা পরিস্কার আজকাল কামব্যাকে সিদ্ধহস্ত রিয়াল। তাইতো সান্তিয়াগো বার্নাব্যুতে সিটিজেনদের হুশিয়ারি দিয়েছে কারিম বেনজেমা। ফাইনালের টিকেট পেতে অন্তত দুই গোলে জিততে হবে চেলোত্তি বাহিনীকে। একাদশে নাচো আর মিলিতা ফিরলেও। তবে বিগ ম্যাচে হোস্টদের হাতে ইনজুরির লম্বা লিস্ট। ডেভিড আলাবা, এডেন হ্যাজার্ড, জোভিক গেছেন ছিটকে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

লা লিগা চ্যাম্পিয়ন্সের হুঙ্কারে থোরাই কেয়ার ম্যানসিটির যখন পেপ গার্দিওলা ডাগআউটের মাস্টার মাইন্ড । ৪-৩ গোলের অ্যাডভানটেজ হাতেই আছে কোনো মতে ম্যাচটা ড্র করতে পারলেই সিটিজেনদের কেল্লা ফতে । বিগ ম্যাচে নেই তেমন কোনো ইনজুরি কনসার্ন । স্বস্তি নিয়ে শিবিরে ফিরতে পারেন কাইল ওয়াকার ।

এদিকে, প্রথম সেমিফাইনালে ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে লিভারপুল। প্রথ লেগে ২ গোলে জিতলেও স্প্যানিশ দলটাকে নিয়ে একেবারেই রিস্ক নিতে নারাজ য়্যুর্গেন ক্লপ। উনাই এমেরির দলকে টেক্কা দিতে আটঘাট বেধেই নামবে অল রেডস। বিগ ম্যাচে দলের একমাত্র চিন্তা রবের্তো ফিরমিনো। সিমিকাস, জোনস ফিরছেন স্কোয়াডে। সালাহ, মানে, দিয়াজ যথারীতি স্ট্রাইকিং জোনে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..