মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের লীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মে) দুপুর ১টায় পৌর মেয়রের বাসভবনের সামনে ২ শতাধিক অসহায়দের মধ্যে ্্এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা রিয়াজ উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ, উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, আবুল কালাম, আব্দুল হান্নান, জরিুল ইসলাম নানু,আলাল মিয়া, ইসলামপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ,আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।