রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ মে) সদর মডেল থানার ৭ নং চাদঁনীঘাট ইউনিয়নের মাতারকাপন শিমুলতলা বাজার হইতে মনু ব্যারেজগামী নুরানী শাহী জামে মসজিদের সামনে ইট সলিং রাস্তার উপর থেকে ১টা ৪৫ মিনিটের সময় সুশীল দেব (৪২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুশীল দেব মতারকাপন গ্রামের অনিল দেব এর ছেলে।