মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৭৯৫ জন ভাতাভোগী গত জানুয়ারি মাস থেকে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতার টাকা পাননি। বিকাশ একাউন্ট খোলার পর সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাসে তারা ভাতার টাকা পেয়েছিলেন। এখন কেনো বিকাশে টাকা না তাও জানেন না এসব হতদরিদ্র মানুষ। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও এর সঠিক কারণ বলতে পারছেন না। এ নিয়ে ভাতাভোগীদের মাঝে নানা উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামের আতিকুর রহমান জানান, গত জানুয়ারি থেকে বিকাশে ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা আসছে না। এ নিয়ে কয়েকবার উপজেলা সমাজসেবা অফিসে গেলেও তারা কিছু বলতে পারছেন না।
তিনি বলেন বিগত করোনার সময় মানবিক সহায়তার তালিকায় অনেক মানুষের নাম থাকার পরও জালিয়াতির কারণে বিকাশে টাকা আসেনি। তাই আমরা এ নিয়ে উদ্বিগ্ন।
কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ৭৯৫ জনের ভাতার টাকা বিকাশ একাউন্টে ঢুকেনি এটা সত্য। তবে কেনো এমন হচ্ছে আমরা জানি না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।