বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপার, মৌলভীবাজার, তানিয়া সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার, চৌধুরী গোলাম মুর্শেদ সিভিল সার্জন, মৌলভীবাজার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল অংশীজন।