1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫০ বার পঠিত

সিলেট প্রতিনিধি :  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়। ওই যাত্রী অভিনবপন্থায় স্বর্ণের পাতগুলো নিয়ে আসছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গেছে।

আটক যাত্রীর নাম ময়নুল ইসলাম শাকিল। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাটের ফজলুর রহমানের ছেলে।

ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিণ চ্যানেল পাড়ি দেয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাইলে সে অস্বীকার করে। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামের দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একইভাবে নেবুলাইজার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..