শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষর করেছেন।
এ চার কর্মকর্তা হলেন- সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
শুধু এ চারজনই নন, এসপি পদমর্যাদার ৭৩ জনকে একইসাথে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।