শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম পদোন্নতিপ্রাপ্ত হয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন।
গত ২ জুন ২০২২ তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধণঞ্জয় কুমার দাশ কর্তৃক স্বাক্ষরিত পত্রে বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন চৌকস পুলিশ কর্মকর্তাগণকে অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এ তালিকায় স্থান করে নিয়েছেন প্রায় তিন বছর অত্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালনকারী সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম।
তার এ পদোন্নতির সংবাদে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ ও আনন্দিত।