শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের যুগ্ম আহবায়ক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়াসুলতানা, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ, সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক সালেহ আহমেদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য শ.ই সরকার জগলু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী মসু, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের
যুগ্ম আহবায়ক সাংবাদিক এম এ কাইয়ুম, সবুজ আন্দোলনের সদস্য চৌধুরীমোঃ মেরাজ, রীণা সরকার, মিতালী দাশ, নীলা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের সকলের উচিত বেশি বেশি গাছের চারা রোপণ করা এবং পরিবেশের জন্য ক্ষতি কার সকল কার্যক্রম থেকে বিরত থাকা। সকলের প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব। এসময় শতাধিক নারী পুরুষের মধ্যে ফলজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।