রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
হাসান আল মাহমুদ রাজু :: কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের কিশোর ওলিউর রহমান নয়ন(১৮)। নয়ন চট্টগ্রাম সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নীকান্ডে নিহত হয় । কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আসিক মিয়ার ছেলে। জীবিকার তাগিদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে কাজ করত। গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের লাইভ করা অবস্থায় কন্টেইনার বিস্ফোরণ উড়ে যায়। ভিডিও
চট্টগ্রামের বিএম ডিপোতে লাগা ভয়াবহ আগুনের প্রথম লাইভ ভিডিও করছিলেন নয়ন।
তার লাইভটা ছিলো প্রায় ৪৫মিনিটের, এর মধ্যে প্রথম ৪০ মিনিট ভিডিও,
সে হয়তো জানতো না আর কয়েক সেকেন্ড পরেই আরও ভয়াবহ একটি দুর্ঘটনা হতে যাচ্ছে তার সাথে।ভিডিওর প্রায় ৪০মি ৪৬ সেঃ দেখা যায় হঠাৎ একটি কন্টেইনার ব্রাষ্ট হয়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। ব্রাষ্ট হওয়া কন্টেইনারের খুব কাছেই ছিলো বেশ কয়েকজন ফায়ারসার্ভিসের কর্মী,ওরা সহ লাইভধারনকারী আরও কয়েকজন গুরুতর দুর্ঘটনার সিকার হন।পরে নয়ন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা অবস্থায় মারা যায়। রাতভর খোঁজাখুঁজি করে সকালে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়।
আজ সোমবার দুপুরে তাহার বাড়িতে নয়নের জানাজার নামাজ অনুষ্টিত এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ,পৃথিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, আলী আশরাফ তারা সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী।
নামাজ শেষে নিহত নয়নের বাড়ীতে গিয়ে নয়নের পরিবারের প্রতি সমবেদনা জানান -সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান।তিনি তাহার বলেন
আল্লাহ তায়া’লা নিহত নয়ন ও তার সহকর্মী সকলকে মাফ করে জান্নাত দান করুন, পরিবারের সবাইকে ছবর করার তাওফিক দান করুন ও নয়নের পরিবারের প্রতি সকল কে সাহায্য করার আহবান জানান এবং আহত সকলকে দ্রুত সুস্থতা দান করুন আমীন।