মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ জুন) রবিবার দুপরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউপির নলদাড়িয়া গ্রামের মহিলা ইউপি সদস্য গীতা রানী চন্দ এর বাড়ী আঙ্গিনায় সদর উপজেলার কনকপুর ইউপির গ্রামীন দরিদ্র অসহায় ও দুস্থ মহিলাদেও নিয়ে উঠান বৈঠক করা অনুষ্ঠিত হয়।
কনকপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মোহিত এর সভাপতিত্বে উঠান বৈঠকের বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,এনজিও প্রতিনিধি সাজ্জাদুর রহমান,তথ্য ও সেবা কর্মকর্তা সিফাত-ই-মঞ্জুর, সহকারি তথ্য ও সেবা কর্মকর্তা সেবিন আক্তার চৌধুরী,ফারহানা আক্তার জুই প্রমুখ। উঠান বৈঠকে কনকপুর ইউপির শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।