1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

” ইসলাম ধর্মীয় প্রচারক আদর্শ রাষ্ট্র নায়ক, হাবিবে আল্লাহ মোহাম্মাদুর রাসুল উল্লা প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টি বি.জে.পি নেত্রীও দলীয় মুখ পাত্র নিপুন শর্ম্মার অসৌজন্য মূলক উক্তি- বেআদবিও ধৃষ্টতা প্রসঙ্গেঁ একজন বাংলাদেশী মুসলমানের তীব্র প্রতিবাদঃ হৃদয়ের আর্তনাদ ” – মুজিবুর রহমান মুজিব।

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৭৯ বার পঠিত

আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রিয় মিত্র নিকট প্রতিবেশী বিশাল ভারত বর্ষে মিঃ নরেন্দ্র মোদির নেতৃত্বে উগ্র হিন্দু মৌলবাদী দল বি.জে.পি কেন্দ্রে সরকার গঠনের পর ভারতীয় মুসলিম সমাজ এর উপর গজব নাযিল হতে থাকে। আর.এস.এস হিন্দু মহাসভা. জনসংঘ জাতীয় উগ্র হিন্দু মৌলবাদী মুসলিম বিদ্বেসী দল সমূহ উগ্র সাম্প্রদায়ীক দল ভারতীয় জনতা পার্টি বি,জে,পি উচ্চ পরিষদে মাত্র দুটি আসন জয় এর মাধ্যমে পৃথিবীর বৃহত্তম সংসদীয় সরকার সংসদীয় সংস্কৃতির দেশ বিশাল ভারত বর্ষে বি.জে.পির অবির্ভাব অভ্যোদ্বয়। উগ্র সাম্প্রদায়ীক বকত্বব্য এবং প্রশাসনিক সন্ত্রাসের মাধ্যমে দলটি এখন সর্ব ভারত ব্যাপী বিস্তৃত বিশাল সংঘটন। সেকুলারও মডারেট পার্টি হিসাবে পরিচিত জাতীয় কংগ্রেস বিভাজন, নেতৃত্ব সংকট এর কারনে দিশাহারা। ভারতীয় আজাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক কংগ্রেস এর প্রান পুরুষ পন্ডিত জওয়াহের লালনেহেরুর মৃত্যোর পর তাঁর কন্যা ভারত নেত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধি এবং তাঁর পুত্র মিঃ রাজিব গান্ধির হত্যাকান্ডের পর জাতীয় কংগ্রেসে নেতৃত্ব সংকটে দেখা দেয়। মিঃ নরসিমারাও এর নেতৃত্বে কংগ্রেসী সরকারামলে ভারতের বিখ্যাত ও ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গেঁ দিলেও কংগ্রেসী সরকারামলে ভারতীয় মুসলিম সমাজ মোটামোটি নিরাপদে সসম্মানে ছিলেন। ভারতীয় আজাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক মৌলানা আবুল কালম আজাদ কংগ্রেসের প্রভাবশালী নেতা, পন্ডিত নেহেরুর বন্ধুও বিশ্বস্থ সহচর, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কংগ্রেসী সরকারের একটি অসাম্প্রদায়ীক চরিত্র ছিল যা মোদি সরকারের নেই। নরেন্দ্র মোদি গুজ রাটের মুখ্য মন্ত্রী থাকাকালে মুসলিম নিধনের খলনায়ক ও হোতা ছিলেন। কেন্দ্রের প্রধান মন্ত্রী মিঃ মোদি আসাম ও কাস্মীর এর মুসলমানদের সাংবিধানিক নাগরিক অধিকার খর্ব করেছেন। ভারতের ইতিহাস-ঐতিহ্য থেকে মুসলিম নামাকরন ও স্মৃতি চিহ্ণ মুছে ফেলার কার্য্যক্রম পরিচালনা করছেন। প্রধান মন্ত্রিনরেন্দ্র মোদির মুসলিম বিদ্বেস ও সাম্প্রদায়ীক কার্য্যক্রম প্রসঙ্গেঁ প্রথম আলোর নয়াদিল্লী প্রতিনিধি ভারতের বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট বাবু সৌম্য বন্দোপাধ্যায় গত নয়ই জুনসংখ্যা দৈনিক প্রথম আলোতে বাঘের পিটের সওয়ারি মোদির কঠিন পরিক্ষা শিরোনামের মূল্যবান ও তথ্যবহুল নিবন্ধে যথাযথই বলেন –“নূপুর নবীনদের কঠুক্তি যদি ও বিনা মেঘে বজ্রপাত নয়, নিরংকুশ ক্ষমতালাভের পর থেকে বি,জে,পির শীর্ষ নেতাদের প্রশ্রয়ে উগ্র হিন্দুত্ববাদের প্রসারযে ভাবে ঘটে চলছে, অহরহ ঘৃনাউদগিরন হয়েছে, অপরাধিদের আড়াল করতে দল ঢাল হয়ে দাড়িয়েছে রাজ্যে রাজ্যে নূপুর- নবীনদের তা’ সাহসীও বেপরোওয়া করে তোলেছে। অযোধ্যা মামলাজেতার পর গো-রক্ষা নামে বাড়া বাড়ির চরিত্র কেমন, তা গোপন নয়। গোপন নেই গন পিটুনির সংখ্যাও। নিছক সন্দেহের বশে নিহত হয়েছেন নিরপরাধ মানুষ। হিন্দুত্বের নামে আট বছর ধরে যা যা হয়ে আসছে, প্রতিটির লক্ষ মুসলমান সমাজ। এই প্রথম ইসলামি দেশের কড়া সমালোচনায় কুঁকড়ে যেতে বাধ্য হল শাসক দলীয় নেতারা লক্ষন রেখা অতিক্রম করে অতিমাত্রায় সাহসী হয়ে মহানবী (সাঃ)কে অসম্মান করার মতো অবস্থানে পৌছে গেছেন বলে। নূপুর নবীনরা যা বলছেন তা আভ্যন্তরীন- বিষয় বলে এড়ানো অসম্ভব। ভৎসিত ভারতকে তাই সতর্ক হতে হয়েছে। সৌম্য একজন সত্য সন্ধানী সাহসী সাংবাদিক কলামিষ্ট। ধর্ম্ম ও পদ বিগত ভাবে সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ। শ্রী শ্রী গীতা মতে মানুষকে তার কর্ম ও গুনগত কারনে ১. ব্রাহ্মন, ২. ক্ষৈত্রিয়, ৩. বৈশ্য এবং ৪. শুদ্র এই চার ভাগে বিভক্ত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান অবতার শ্রীকৃষ্ণ গীতায় বলেন চতুর বনং ময়াসৃষ্টং গুন কর্মায়ং গুনবিভাজ স্যঁ- বা এই জাতীয়। (ধর্ম গুরু ও প্রবক্তাদের কাছে, সনাতনী শাস্ত্রে আমার জ্ঞানের স্বল্পতা ও ক্রটি বিচ্যোতির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।) অনুসন্ধানে জানা যায় শর্মা পদবীধারী গন নি¤œ সম্প্রদায় নাথের ব্রাহ্মন। ব্রাহ্মন সমাজের কাজ পূজা-পার্বন-ধর্মাচার- ধর্ম কর্ম ইত্যাদি। একজন সেকেন্ড গ্রেডের নিন্ম সম্প্রদায় এর ব্রাহ্মন নুপুর শর্মা কিংবা আসামের মুখ্য মন্ত্রী বিশ্ব শর্মা বাবুদের আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম, ইসলামী আইনের প্রথম ও প্রধান উৎস কালামুল্লা আল কোরআন এবং ইসলাম ধর্মের প্রচারক স্যাঈয়েদুল মুরছালিন-খাতিমুন্নাবিয়ীন আদর্শ রাষ্ট্র নায়ক সমাজ সংস্কারক মহামানব মহানবী মোহাম্মদ মোস্তফা (সাঃ) প্রসঙ্গেঁ অসৌজন্য মূলক অসত্য আপত্তিকর অপমান জনক মিথ্যা ভিত্তিহীন উক্তি অসহনীয়, নিন্দনীয়। জঘন্যতম অপরাধ ও বটে। ইতি পূর্বে অতি সম্প্রতি আসামের মুর্খ মুখ্য মন্ত্রী বাবু বিশ্ব শর্মা আল কোরআন ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেবক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন। আসামের মুর্খ মূখ্য মন্ত্রী যখন বিশ্ব মুসলিম এর দরবারে আসামির কাঠ গড়ায় তখনই শাসক দল বি.জে.পির কেন্দ্রীয় নেত্রী এবং মুখ পাত্র নূপুর শর্মা মহানবী মোহাম্মদ (সাঃ) এবং তাঁর সহধর্মিনী উম্মুল মুমেনীন আয়েশা সিদ্দিকা প্রসঙ্গেঁ আপত্তিকর অসৌজন্য মূলক উক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করতঃ অমার্জনীয় অপরাধ করেছেন। আমাদের প্রিয় নবিজি, ত্রিভূবনের পিয়ারা মোহাম্মদ (সাঃ) প্রসঙ্গে পুচকে পুড়ি – বেয়াক্কল বেটি নুপুর শর্মার বেআদবির প্রেক্ষিতে প্রতিবাদ মুখর -বেসামাল সারা ভারত-মুসলিম উম্মাহ। সারা দুনিয়া। বাঙ্গাঁলি অবাঙ্গাঁলি আরব- অনারব- কর্মপেশা বয়স নির্বিশেষে বাংলাভারত বিশ্ব ব্যাপী এক আওয়াজ একঘোষনা- নবীজীর অবমাননা- মানি না মানব না। বহুধা বিভক্ত যুদ্ধ বিগ্রহ ঝঞা বিক্ষুব্দ অশান্ত মুসলিম জাহানে এমন ঐক্য ও সংহতি ইতি পূর্বে দৃষ্ট হয়নি। মুসলিম বিশ্বে ভারতীয় পন্য বর্জন এবং ভারতীয় শ্রমিক বিতারনের ঘোষনায় ভারতীয় কর্তাব্যক্তিদের মাথায় হাত উঠেছে। ভারতের যোগ্য পররাষ্ট্র মন্ত্রী বিজ্ঞ জয় শংকরের কথাও সুরে এখন ভিন্নতা। জাতি সংঘের সাবেক আন্ডার সেক্রেটারি এবং ভারতের সাবেক পর রাষ্ট্র প্রতি মন্ত্রী শশী থারুর জাতীয় দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদনে বলেন- হুমকির মুখে ভারতের পর রাষ্ট্র নীতির অর্জন। দেশে দেশে প্রবল জন জায়ার, ভারতে প্রান হানি এবং বৈশ্বিক প্রতি বাদী আন্দোলনের প্রেক্ষিতে দিল্লীর ও টনক নড়ছে, মৌলবাদী মোদি সরকার এর সুর ও এখন নরম। সরকারি মুখপাত্র বলছেন নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল এর মহানবী (সাঃ) প্রসঙ্গেঁর উক্তি তাদের নিজস্ব, সরকারের নয়।দিল্লীর মোদি সরকার নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল এর মুসলিম ধর্ম বিরোধী বক্তব্য ধারন করেন না। অথছ পত্রিকান্তরে খবরে প্রকাশ সুন্দরি শিক্ষিতা স্মাট এবং এক গুয়ে ও উগ্র স্বভাবের বিলেত ফেরত আইন বিদ দিল্লীর নূপুর শর্মা একটি শিক্ষিত পরিবারের সন্তান। বি.জে.পির মৌলবাদী রাজনীতির সমর্থক থাকার সুবাদে আদালতে পেশাগত দায়িত্ব পালনের চাইতে রাজনীতির প্রতি অধিক উৎসাহী ছিলেন। বিগত দিনে দিল্লীতে রাজ্যে পরিষদ নির্বাচনে নুপুর শর্মাকে আম আদমী পার্টি প্রধান অরবিন্দ কে জরিওয়াল এর বিরুদ্ধে বি.জে.পি নুপুর শর্মাকে মনোনয়ন দিলে ত্রিশ সহ¯্রধিক ভোটের ব্যবধানে ভারতীয় রাজনীতিতে নতুন আমদানী আমআদমী পার্টি এবং নবীন রাজনীতিবিদ অখ্যাত অরবিন্দ কেজরিয়ালের কাছে ধরা শায়ী হন। ভারতের রাজধানী দিল্লীর গুরুত্ব পূর্ন আসনে নির্বাচনের কারনে মধ্য বয়স্কা সুন্দরি নূপুর শর্মা বি.জে.পি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংস্পর্শে আসেন তাদের সঙ্গেঁ কাজ করার সুযোগ পান। নির্বাচনে হারলেও বি.জে.পি তাকে দলের মুখ পাত্রের দায়িত্ব দিয়ে গুরুত্ব বাড়িয়ে দেয়। বি.জে.পি নেতা নবীন কুমার জিন্দাল ইতিপূর্ব থেকেই দিল্লী বি.জে.পি শাখার গন মাধ্যম শাখার প্রধান হিসাবে কাজ করছিলেন। মুসলিম বিদ্বেসী উগ্র সাম্প্রদায়ীক জুটি নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল হালকা, চটকদারি উগ্র সাম্প্রদায়ীক বক্তব্য দ্বারা রাজনৈতিক ময়দানে চমক সৃষ্টি করতে থাকেন। ঐতি হাসিক দিল্লীর রাজনীতি সচেতন জনগন দেশব্যাপী বি.জে.পির জয় জয়কার এর মাঝে ও উগ্র সাম্প্রদায়ীক নুপুর শর্মাকে প্রত্যাখ্যান করেন, ভোট দেন দিল্লী ভিত্তিক নতুন দল আম আদমী পার্টিকে। ঐতিহ্য বাহী দিল্লীর রাজনীতি সচেতন জনগন নূপুর শর্মাকে ভোট না দিলেও প্রত্যাখান করলে ও হিন্দু মৌলবাদি দল বি.জে.পি তাঁকে মূল্যায়ন করে দলের গুরুত্ব পূর্ন ও সম্মান জনক পদ মুখ পাত্র হিসাবে নিয়োগ দেয়। সর্ব ভারতীয় একটি বড় দলের কেন্দ্রীয় মুখ পাত্র হওয়ার কথা একজন অভিজ্ঞ প্রবীন রাজনীতিবিদ এর সেক্ষেত্রে নিপুন শর্মার এই নিয়োগ এর কোন যুক্তি সঙ্গঁত কারন নাই। মিসেস শর্মার সে যোগ্যতা ও নাই। নূপুর শর্মার বক্তব্য তাঁর, বি.জে.পি সরকারের নয় দিল্লী সরকারের মুখ পাত্রের এমন অ যৌক্তিক ও ছেলে মানুষি ঘোষনার সঙ্গেঁ বিশ্বের আম মুসলমান একমত নহেন।বিলেত ফেরত আইনজ্ঞ ভারত পেতিœ নিপুন শর্মার কি জানা নাই মহামানব মোহাম্মদ (সাঃ) শুধু মাত্র ইসলাম প্রচারক ছিলেন না। তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্র নায়ক। একজন সফল সমাজ সংস্কারক। প্রি ইসলামিক এ্যরাবিয়া আইয়্যামে জাহেলিয়ার সেই অন্ধকার যুগে উষর মরুর ধূসর দেশে মহামানব মোহাম্মদশান্তির দূত মরু ভাস্কর ছিলেন। আধূনিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা জ্ঞান বিজ্ঞানের আবিস্কারের দেড় হাজর বছর পূর্বে মহামানব মোহাম্মদ মোস্তফা (সাঃ) সাম্য মৈত্রী স্বাধীনতা গনতন্ত্র সুশাসন মানবাধিকারের ঘোষনা সহ মহানবী (সাঃ) এর বিশাল ইসলামি সাম্রাজ্য এবং বিদায় হজ্বের ভাষন, মদিনা সনদের ঘোষনা এখনও সমাজও রাষ্ট্র বিজ্ঞানীগনকে চিন্তার খোরাক যোগায়। মহানবীর অমর বানী হাদিসে রাসুলুল্লাহ ইসলামী আইনের দ্বিতীয় উৎস। মহানবীর ধর্ম প্রচার মক্কাবিজয়, রাষ্ট্রিয় শাসন ব্যবস্থা, অনুকরনীয়। চারিত্রিক বৈশিষ্ট খোদা ভক্তি ও মানব প্রেম নিয়ে এখনও গবেষনা হচ্ছে। তার ইন্তিকালের পর সম্পদ হিসাবে পাওয়া গিয়ে ছিল একটি খচ্ছর, একটি খঞর এবং ইতি পূর্বে দানকৃত এক খন্ড জমি। মৃত্যোর পর তার গৃহে বাতি জ্বলেনি চুলায় রান্না হয়নি। এই আধুনিক জামানায় চাকর নকর পিয়ন দারোয়ান ড্রাইবার চাপরাশির ও লক্ষ্য কোটি টাকার অবৈধ সম্পত্তির খবর পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় নূপুর শর্মার জন্মের যে, সাল উল্লেখ করা আছে তার পূর্ব থেকেই মহামান্য হাই কোর্টে তালিকা ভুক্ত একজন নগন্য আইনজীবী এই নিবন্ধকার। অর্থাৎ নিপুন শর্মার জন্মের পূর্ব থেকে ও আইন পেশায় জড়িত থাকেলও এই পড়ন্ত বেলায় জীবন সায়াহ্ণে একবেআদব পুচকির কাছে আ্ইনের ছবক শুনতে হল। ধিক্কার নিপুন শর্মা, ধিক্কার। প্রতিবাদী তৌহিদি মুসলিম জনতাকে সালাম। অভিনন্দন। নিপুন শর্মার বক্তব্য ভারতীয় সংবিধান এবং ক্রিমিনেল প্রসিডিউর কোড অব ইন্ডিয়ার দুইশত পচান্নব্বই ধারার বিধান মোতাবেক দন্ডনীয় অপরাধ। তাই বেআদব বেদতমিজ বেলেহাজ নিপুন শর্মার শাস্তি চাই। আমাদের সরকারের নিকট জোর দাবী অবিলম্বে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্র দূতকে কুট নৈতিক শিষ্টাচার মোতাবেক তলব করতঃ রাষ্ট্রীয় ভাবে একটি প্রতিবাদ জ্ঞাপন করা হউক। এ দেশ সংখ্যা গরিষ্ট মুসলমানের দেশ। এ দেশ সৌহার্দ ও সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ ধার্মিক সাম্প্রদায়ীক বা নাস্তিক নয়। মদিনা মনোয়ারায় চীর শয়ানে শায়িত হাবিবে আল্লাহ মোহাম্মাদুর রাসুলুল্লার পাক রওজায় লক্ষ কোটি দূরুদ ও সালাম। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসুল সালাম আলাইকা। সালাওয়া তুল্লা আলাইকা।

 

[ লেখক: ঘাটের দশকের সাংবাদিক। মুক্তি যোদ্ধা। এডভোকেট হাইকোর্ট। সাবেক সভাপতি, মেলৗভীবাজার প্রেসক্লাব। সেক্রেটারি জেলা জামে মসজিদ।]

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..