বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্য বাহি “নয়া বাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ৩ জন অবসর প্রাপ্ত শিক্ষকের “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়। মাও: জায়েদ খানের পরিচালনায় ও অধ্যক্ষ লিয়াকত আলী খানের সভাপতিত্বে বুধবার (১৫/৬) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূর্ব জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী গিয়াসউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুড়ী সরকারি টি এন খানম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ফুলতলা শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহিরুলইসলাম, সাগর নাল সিনিয়র মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আব্দুল করিম, পূর্ব জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান, রুহেলআহমদ, ইষ্ট লন্ডনের খতিব মাও: আব্দুল মুনিম, নয়াবাজার ষোল পনি ঈদগাহ খতিব মাও: সায়েম উদ্দিন, সমাজ সেবক মাও: আব্দুল রহমান, প্রভাষক আব্দুল রহমান ও সাবেক ছাত্র ও ম্যানেজিং কমিটির সদস্য শাহ মোয়াজ্জেম রুবেল প্রমূখ। সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রভাষক মাও: ইব্রাহিম আলী, মাও: আংসালাম ও বাংলা প্রভাষক আমজাদ আলী।