বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে মার্কেট অ্যাক্টরদের সাথে লিংকেজ স্হাপন বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা প্রকল্প, আইডিই-বাংলাদেশ এর আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
আইডি-ই বাংলাদেশ এর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার অনুপমা রানী রায় এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন লালতীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, এসিআই ক্রপ কেয়ার এর টেরিটরি অফিসার খলিলুর রহমান, জহিরুল হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজমুল হাসান নুহেল প্রমুখ।
কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন।