বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক আল আমিন আলাইকে গ্রেপ্তার করেছে।
বুধবার তাকে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে। আলাই উপজেলার কাশেমনগর গুচ্ছগ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
জানা গেছে, একমাস আগে মোবাইল ফোনে ওই কিশোরীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আল আমিন আলাই ওই কিশোরীকে (১৭) সোমবার রাতে বাড়ির পাশের কাঠাল গাছের নিচে নিয়ে যায়। পরে সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরের দিন মঙ্গলবার রাতে আলাই বিয়ে করবে বলে পুনরায় কিশোরীকে ঘরের বাইরে বের করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী কান্নাকাটি ও চিৎকার করে বিষয়টি স্বজনদের জানিয়ে দেয়। এ ঘটনায় কিশোরীর ভাই রাতেই থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ওরফে আলাইকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ধর্ষণ মামলা রেকর্ডের পরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আল আমিন ওরফে আলাইকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।