1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়া থানার নতুন ওসি মো: আব্দুছ ছালেক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫৬৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক যোগদান করেছেন। ১৫ জুন বুধবার বিকেলে কুলাউড়া থানার বিদায়ী ওসি বিনয় ভূষন রায়ের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন। হবিগঞ্জ জেলা লস্করপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের অধিবাসী মো: আব্দুছ ছালেক শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালের ১৫ জানুয়ারী এসআই পদে পুলিশে যোগদান করেন। ২০১১ সালের ৬ জুন তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এবং মৌলভীবাজারের মডেল থানা ও শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে বুধবার দুপুরে তিনি কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। নবাগত ওসি মোঃ আব্দুছ ছালেক এক প্রতিক্রিয়ায় বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সকল
ভালো কাজে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। প্রকৃত পুলিশিং সেবা পৌঁছে দিতে চাই কুলাউড়া উপজেলার প্রতিটি মানুষের দোরগোড়ায়। আমাকে আপনারা সব সময় পরামর্শ ও তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কুলাউড়া উপজেলাকে পরিচ্ছন্ন শান্তির নগরী গড়তে  চাই।

 

বিশেষ করে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) স্যার আমাকে যে নির্দেশ প্রদান করেছেন তার মধ্যে অন্যতম কুলাউড়া উপজেলার গরিব-অসহায় নিপীড়িত মানুষের সেবা নিশ্চিত করার জন্য। তারা যেন থানায় এসে পুলিশিং সেবা থেকে বঞ্চিত না হয়। আমিও চেষ্টা করব কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমার উপর অর্পিত যে দায়িত্ব দেয়া হয়েছে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে। সেজন্য সকলের সহযোগিতা কামনা রইল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..