বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবের মক্কায় মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪) নামের আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তারা মারা যান।
মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮৫৩৭৬। আর রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০৮৪৩৩২৮।
এই নিয়ে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
এদিকে, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন গেছেন।