বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লংলা আধুনিক ডিগ্রি কলেজে যুক্তরাজ্য প্রবাসী আবু তাহির চৌধুরীর অর্থায়নে একাদশ শিক্ষার্থীদের মধ্যে বিনা মুল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
গত ১৮ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় কলেজের হল রুমে কলেজের পদর্ষক শমরেস দাসের পরিচালনায় ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিংবডি সদস্য আজিজুর রহমান,সদস্য আহমেদ মাসুদ জামান,সদস্য আব্দুল ওয়াদুদ,কলেজের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বাহার, সহকারী অধ্যাপক হানিফ মিয়া, মাজহারুল ইসলাম,গোলাপ মিয়া, সমাজ সেবক আতাউর রহমান মুমিত,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, কাতার প্রবাসী আলী আশরাফ তারা।