বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : সাবেক এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকাকে দেখা যাবে না উইম্বলডনে। বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোটের কারণে এ গ্র্যান্ড স্লাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে দেওয়া ভিডিও বার্তায় ওসাকা গোড়ালিতে অস্বস্তি বোধ করার কথা জানান। আর শনিবার জানিয়ে দিলেন, চোটে আক্রান্ত হওয়ার কথা, ‘আমার গোড়ালি এখনও ঠিক হয়নি। তাই (উইম্বলডনে) আগামীবার দেখা হবে।’
অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে দুবার করে এককে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা সবশেষ গত ফরাসি ওপেন থেকে বিদায় নেন প্রথম রাউন্ডেই।
আগামী ২৭ জুন শুরু হবে উইম্বলডন।