মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :চলতি সপ্তাহে ইউরোপ সফরকালে আপাতত ইউক্রেনে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) সাংবাদিকরা তার ইউক্রেন সফর নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
কিন্তু এরপরে তিনি বলেন ‘এই ট্রিপে, সম্ভবত নয়’, দীর্ঘ ছুটির সপ্তাহান্তে সমুদ্র সৈকতে হাঁটার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান।
তিনি সাংবাদিকদের এটাও বলেন যে, ইউক্রেন সফর ‘অনেক কিছুর ওপর নির্ভর করবে, এটি ইউক্রেনীয়দের জন্য আরও অসুবিধা সৃষ্টি করে কি না, যা ঘটছে তা থেকে বিভ্রান্ত হয় কি না।’ তারপর তিনি বলেন, এই ইউরোপ সফরকালে এমনটা ঘটার সম্ভাবনা কম।
বাইডেন বলেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং তার সাথে ‘সপ্তাহে প্রায় চারবার’ কথা বলেছেন।