মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে বিমানবাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২১ জুন) সকালে বিপ্লব মিয়া নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, “হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণ সামগ্রী সবাই একসঙ্গে ধরতে গেলে ১০-১২ জন আহত হন।”
আহতদের সবাই উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর এবং ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা।