শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলায় অগ্নিকাণ্ডে চার পরিবারের বসত ঘর পুড়ে ছাই। আজ সকাল সোনাটিকি গ্রামে ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। আগুন মুহুর্তের মধ্যে প্রতিবেশী আঃ আহাদ মিয়া, হুরমত মিয়া ও ছালিক মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ইলিয়াছ মিয়া বলেন, বৈদ্যুতিক মিটারে বিকট শব্দের পরেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরের আসবাবপত্র, ধান ও নগদ টাকা পুড়ে যায়। এভাবে প্রতিবেশীদের ঘরে আগুন লেগে মালামাল পুড়ে যায়।
রাজনগর স্টেশন ইনচার্জ আলী হেসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের দাবী অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।