শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
আব্দুল বাছিত খান :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আরশাদ মিয়া (৪০) ক্যান্সারে আক্রান্ত। মুন্সিবাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিলেন তিনি। গত ৩-৪ মাস পুর্বে পেটের মধ্যে টিউমার ও টিউমারের পাশে ক্যান্সার রোগ ধরা পরে। ঘা শুকিয়ে গেলে টিউমার অপারেশন করবেন বলে জানিয়েছেন চিকিৎসক। ইতিমধ্যেই বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ঘুরে অর্থসম্পদ যা ছিল সব ব্যয় করেছেন। দীর্ঘদিন ধরে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আরশাদ মিয়া বর্তমানে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইশতিয়াক আলম(রাসেল) এর তত্ত¦াবধানে চিকিৎসাধীন রয়েছেন। সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল আরশাদ মিয়াকে বাঁচাতে হলে কমপক্ষে প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। তার চিকিৎসাব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। নিয়মিত ক্যামো দিতে হচ্ছে তাকে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা আরশাদ মিয়া,পিতাঃ খুরশেদ মিয়া,সাং-বিক্রমকলস, ডাক,মুন্সিবাজার থানাঃ কমলগঞ্জ,জেলা,মৌলভীবাজার। বিকাশ পার্সোনাল – ০১৭৩৯০২১৮৩৪।