শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পাঞ্জেগানা মসজিদে জুমার নামাজ আদায় নিয়ে পক্ষে বিপক্ষে মারমুখী উত্তেজনার মুখে অর্ধেক নামাজ আদায়ের পর মুসলিদেরকে বাকি নামাজ আদায় করতে দেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সদর উপজেলার উলুয়াইয় গ্রামে । জানা গেছে , গ্রামে পুরনো জামে মসজিদেও মুসলিদেও মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার এক পক্ষ পুরনো মসজিদের পরিবর্তে মহলার পাঞ্জেগানা মসজিদে জুমার নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়।এ অনুসারে বিশ পঁচিশজন মুসলি গত শুক্রবার (চব্বিশ জুন) পাঞ্জেগানা মসজিদে হাজির হয়ে মিলাদ শেষে নামাজ শুরু করে। এসময় বৃষ্টি হচ্ছিল । বৃষ্টি শেষ হলে প্রতিপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে পাঞ্জেগানা মসজিদকে ঘেরাও করে হামলা শুরু করে । এক পর্যায়ে তারা মসজিদের কলাপসিবল গেটে তালা মারে। এমতাবস্থায় মসজিদের অভ্যান্তরে মুসলিরা বাকি নামাজ আদায় করতে পারেন নি। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও হাজির হয়ে বিষয়টি সালিশে নিস্পত্তি করার সিদ্ধান্ত দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গ্রামের দু পক্ষেও মধ্যে রেষারেষি এবং সামাজিক আধিপত্য কায়মের জের ধরে এই অবাঞ্চিত ঘটনা ঘটেছে।