বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সামাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ শনিবার (২ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল আলম পারভেজ ও মাহাসচিব মোল্লা মোঃ আবু কাওসারের নেতৃত্বে সংঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় সংগঠনের সহসভাপতি সেলিমা খাতুন, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়, এ.কে.এম আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক শরিফুর রহমানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে দুপুরে গড়ি বহর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান।
টুঙ্গিপাড়ায় নেতৃবৃন্দদের স্বাগত জানান সংগঠনের মাহাসচিব মোল্লা মোঃ আবু কাওসার। পরে তারা ব্যানারসহ শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে প্রবেশ করেন।