রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সড়ক দুর্ঘটনা, টোল আদায়ে ধীরগতি ও ঈদকে কেন্দ্র করে রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। ফলে মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
আজ শুক্রবার (৮ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখী মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। ভ্যাপসা গরমে অতিষ্ঠ তারা।
এলেঙ্গা এলাকায় আটকে থাকা উত্তরবঙ্গগামী বাসচালক আরিফ হোসেন বলেন, ‘সড়কে প্রচুর গাড়ি। পাঁচ কিলোমিটার পার হতে এক ঘণ্টা সময় লেগেছে।’
সানজিদা খানম নামের এক নারী যাত্রী বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে রংপুর যাচ্ছি। জ্যামে এক বছরের ছেলে খুব কষ্ট হচ্ছে। তা দেখে আমারও খুব খারাপ লাগছে।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চালাচল স্বাভাবিক হবে।