শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রাপ্ত শুদ্ধাচার পুরস্কারের সমুদয় অর্থে মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার এলাকায় ১৫০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কাদিপুরের ইউপি সদস্য আতাউর রহমান আতিক, ভূকশিমইলের ইউপি সদস্য জসিম আহমদ প্রমুখ।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও আধা কেজি লবণ।
উল্লেখ্য, গত ৬ জুলাই সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার বন্যাকবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রাপ্ত শুদ্ধাচার পুরস্কারের সমুদয় অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে তুলে দেন।