রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ছাড়াও দিনাজপুরে কোরবানীর পশুর হাটে চলছে শেষ সময়ে জমজমাট বেচাকেনা। রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে বসেছে জেলা সদরের একমাত্র কোরবানীর গরুর হাট।
জেলার সদরসহ ১০ উপজেলা থেকে এ হাটে গরু আনা হচ্ছে। পাহাড়ি এলাকার গরুর বেশ চাহিদা থাকায় ভাল বিক্রি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরেক পার্বত্য জেলা বান্দরবানেও সরগরম কোরবানির পশুর হাট। অন্যাদিকে দিনাজপুরের হাটগুলোতে শেষ সময়ে বেচাকেনা বেড়েছে।
রাঙামাটির পাহাড়ি এলাকার গরুর চাহিদা রয়েছে পুরো জেলা জুড়ে। কোরবানীর ঈদ আসলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে পশুর হাটে হাজির হয় খামারীরা। রাঙামাটি পৌর শহরের ট্রাক টার্মিনালে বসেছে জেলা সদরের একমাত্র কোরবানীর গরুর হাট। এবছর গরুর দাম ভাল পাওয়া যাচ্ছে বলে জানালেন খামারীরা। তবে দামে অসন্তুষ্ট ক্রেতারা ।
হাটে সর্বনিম্ন গরুটির মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার টাকা। ৪ লাখ টাকা দামের গরুও আনা হয়েছে হাটে। হাট হাজারাদার জানিয়েছেন, ক্রেতাদের কাছে পাহাড়ি এলাকার গরুর বেশ চাহিদা রয়েছে।
এদিকে, পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা গরুর দাম হাঁকাচ্ছেন বেশি। আর বিক্রেতারা বলছেন, গরুর খাবারের দাম বাড়তি থাকায় গরুর দাম বেশি। এছাড়া পশুর হাটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, দিনাজপুরের হাটগুলোতে এবার গরুর সরবরাহ বেশি। গেলো কয়েকদিনে দর কিছুটা কম ছিলো। শেষমুহূর্তে ব্যবসায়ী ও খামারিরা দাম বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।