সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও চার বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এ বছর হজে গিয়ে ১৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৪ জন পুরুষ।
মৃতরা হলেন—মো. ফয়জুর রহমান (৫০), মো. শাহজাহান সিরাজ (৫৮), মো. আজিজুল হক (৬৫) ও মো. মুস্তাফিজুর রহমান (৬১)।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে এক বুলেটিনে বলা হয়, ফয়জুর ও শাহজাহান গত ১৩ জুলাই এবং আজিজুল ও মোস্তাফিজুর ১৪ জুলাই মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, মো. ফয়জুর রহমান সিলেট জেলার বাসিন্দা। তিনি মারা গেছেন মক্কায়। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯ । তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
অন্যদিকে, শাহজাহান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজি ০৮০২১৮২।
আজিজুল কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইই ০৫৬৭৪২৫ এবং মুস্তাফিজুর টাঙ্গাইল সদরের বাসিন্দা, তার পাসপোর্ট নম্বর এও ৩৪৯১২২৯।