শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও বস্তি এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে সহকারী পিজাইডিং অফিসার বা পুলিং অফিসার কোন পদেই দায়িত্ব দেননি। অন্যদিকে তাদেরকে রেখে অন্য উপজেলা থেকে আরো ১৭০জনকে এনে দায়িত্ব দেয়ায় শ্রীমঙ্গলের ওই শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে তারা ঢাকাস্থ নির্বাচন কমিশনের সচিব বরাবরে লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।
এ ব্যপারে শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা শরমিন জুলি জানান, আমরা অতিতে সহকারী পিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি । জেলা নির্বাচন অফিসার এবার আমাদের অবমুল্যায়ন করেছেন।
জঙ্গলবাড়ী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম ও ভুরভুরিয়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা দেব জানান, আমরা অতিতে আমাদের উপর দেয়া সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করেছি। ভবিষতেও সরকারের যে কোন গুরু দায়িত্ব আমরা পালন করবো। কিন্তু এ নির্বাচনে অবমুল্যায়ন আমাদের জন্য লজ্জার।
এ ব্যপারে শ্রীমঙ্গল চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়া বলেন, আমরা ২০১৬ ইং সনে সহকারী পিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করি। কিন্তু বিগত ০৭ অক্টোবর ২০২১ ইং উপজেলা পরিষদ উপ- নির্বাচনে আমাদের সহকারী পিজাইডিং অফিসার না দিয়ে পুলিং অফিসার দেয়া হয়। আমাদের ৩৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এবার কোন দায়িত্বই দেয়া হয়নি। এটি দু:খজনক।
আর মোহাজেরাবাদ পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের জানান, অনান্য উপজেলায় ভারপ্রাপ্ত শিক্ষকরা সহকারী পিজাইর্ডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তাহলে শ্রীমঙ্গলের জন্য কি নতুন নিয়ম।
এ ব্যপারে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শ্রীমঙ্গলে চা বাগানের প্রধান শিক্ষকরা প্রধান শিক্ষক হিসেবে গেজেট ভূক্তনন। তারা সহকারী শিক্ষকের সমমান। তাদের সহকারী পিজাইডিং অফিসার হিসেবে দেয়ায় অনান্য সহকারী শিক্ষকরা আপত্তি জানান। এ অবস্থায় জেলা প্রশাসকের সাথে আলোচনা করে অন্যান্য উপজেলা থেকে আইসিটিতে দক্ষ ১৭০ জনকে নিয়োগ দেয়া হয়। তবে তারা পুলিং অফিসার হিসেবে থাকতে চাইলে বিবেচনা করা হবে।
উল্লেখ্য আগামী ২৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।