শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
মিজান রহমান :: যাত্রাশিল্পের বিকাশের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২’। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ২৯ মার্চ এবং ৩০ মার্চ ২০২২ দুইদিনব্যাপী মৌলভীবােজারের পৌর জনমিলনে কেন্দ্রে আয়োজন করা হচ্ছে এই যাত্রা উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৪টি দল এতে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মীর নাহিদ আহসান, মাননীয় জেলা প্রশাসক মহোদয় থাকবেন এবং সভাপতিত্ব করবেন জনাব এম এমদাদুল হক মিন্টু (সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি)। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকের ঋদ্ধ ও সাফল্যমণ্ডিত করবে।