শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে চাতলাপুর সড়কে শমশেরনগর চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গত রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভ‚ঁইয়া।
হাসপাতালের পরিচালক তারিকুজ্জামান সুমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান,শরিয়ত উল্যাহ, ইফতেখার আহমেদ, হাসপাতালের পরিচালক শামীম আহমদ।
এসময়উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শমশেরনগর চক্ষু হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়াও দরিদ্র রোগীদের বিশেষ ছাড় প্রদান করা হবে।