শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি নামের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছে। সোমবার (১ আগস্ট) দুপুরের এ অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে ও অন্তত ১২জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জব্বলপুরের চিফ সুপারিন্টেন্ড অব পুলিশ বলেন, অগ্নিকাণ্ডটি ভয়াবহ ছিল। তবে আমরা আগুন পুরোপুরি নেভাতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
এ ঘটনায় মৃত্যুবরণ করা প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি দেওয়া হবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান।