শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে চলমান “জরুরি খাদ্য বিতরণ কর্মসূচির” অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩ জুলাই) সদর উপজেলায় ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলী হায়দার, সেক্রেটারি এডভোকেট রাধা পদ দেব সজল (পিপি) প্রমুখ।
উল্লেখ্য, যুব প্রধান কামরুল ইসলাম মুন্নার নেতৃত্বে মৌলভীবাজার জেলায় বন্যাকবলিত মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে সেখানে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি সরবারহ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিট।
এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতায় সেবায় কাজ করে। মানবতার সেবায় কাজ করার মূল চালিকা শক্তি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা।
যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। দক্ষ এবং নিবেদিত প্রাণ যুব স্বেচ্ছাসেবক দুর্যোগকালীন সময়ে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে বিভিন্ন দূর্যোগকালীন সময়ে তাদের দক্ষতা দেখিয়ে যাচ্ছে।