শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
বদরুল মনসুর, লন্ডনঃ বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ইউ কে বিডি টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “ পথ চলার দ্বিতীয় বছর” শীরনামে ৩১ জুলাই এক বিশেষ ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইউ কে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) এর উপস্থাপনায় অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মানণীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার হ্যার এক্সেলেন্সি সাঈদা মুনা তাসনিম এর পক্ষ থেকে হাইকমিশনের প্রেস মিনিষ্টার জনাব আসেকুন নবী চৌধুরী, ইউকে বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, ইউকে চেম্বার অব কমাস এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিলিজিয়াস ডিরেক্টর মাওলানা মাহফুজ আহমেদ। অতিথিবৃন্দ ছাড়াও আরও বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির উপদেষ্টা ব্যরিস্টার মাসুদ চৌধুরী, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল প্রোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, টেকনিক্যাল ডিরেক্টর শাহ নেওয়াজ চৌধুরী সুমন, মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া, ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউকে বিডি টিভির প্রিয়মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলামের যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন
লাবনী সিঙ্গার, মিটুল হক, কামাল সিরাজী, মোহাম্মেদ মোস্তফা, মায়াবী হোসাইন নুপুর, ও অরুনা সাহা, সহ অন্যান্য শিল্পীরা
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ইউকে বিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডির বোর্ড অব ডিরেক্টরবৃন্দকে ইউকে বিডি টিভির পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলের এগিয়ে নিতে ও বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতে ও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত সহ ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলার সফলতা কামনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, ইউকে বিডি টিভি দুই বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করে
সকল বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষুধা দারিদ্রমুক্ত, সবার জন্য অন্ন,বস্ত্র, বাসস্থান নিশ্চিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের পজিটিভ দিক ও উন্নয়নের রুল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে এই টিভি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলে ৪৫ টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন প্রদান করেছে যার মধ্যে ৩০ টি বর্তমানে সম্প্রচারে রয়েছে।ইউ কে বিডি টিভি বহির্বিশ্বে বাংলাদেশের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন, সম্প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তর করতে এই চ্যানেল ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে ইউকে বিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উদ্বোধক, প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময়।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। ইউকে বিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন একাধিক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ‘
আগামী বছর ইনশাআল্লাহ বড় পরিসরে হাজারও লোকের উপস্থিতিতে সরাসরি ব্যতিক্রমী অনুষ্ঠান করার’ ঘোষণা দিয়েছেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন।