রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: নারী ক্ষমতায়নে বাংলাদেশ গার্ল গাইডস্ সম্প্রসারনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দিক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট আয়োজিত গার্ল গাইডস দিক্ষা প্রদান অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটরিয়ামের অনুষ্ঠিত হয়।
আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নূল হক এর সভাপতিত্বে বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিক্ষা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার গার্ল গাইডস এ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার,সিলেট আ্ঞ্চলিক সম্পাদক শাহানা জাফরিন রোজি,মৌলভীবাজার জেলা সম্পাদক মাধুরী মজুমদার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। দিক্ষা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগম,হেমপ্রভা সিংহা,সদর উপজেলা সম্পাদক নাজমা বেগম প্রমুখ। দিক্ষা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।