শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
সালাহ্উদ্দিন শুভ :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, প্রামান্যচিত্র পদর্শনী করা হয়।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় বাফওয়া উপ আঞ্চলিক শাখা শমশেরনগর এর আয়োজনে বিএএফ শাহীন কলেজের অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমতি শমশেরনগরের সভানেত্রী নাদিয়া বিনতে রফিক।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপের নয়জন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী করা হয়।